সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবের হারামাইন হাই-স্পিড রেলপথে মদিনায় যাওয়ার জন্য ট্রেনের গতিবেগ ঘণ্টায় আরো ৩০০ কিলোমিটার বৃদ্ধির প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে সরকার।
সম্প্রতি সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ জানায়, ঘন্টায় ৩০০ কি. মি. থেকে উন্নিত করে ঘন্টায় ৪০০ থেকে ৪৫০ কি. মি. গতি আনতে কাজ শুরু করেছ সরকার। এ প্রকল্প বাস্তবায়ন হলে মাত্র এক থেকে দেড় ঘণ্টায় মক্কা থেকে মদিনায় যেতে পারবেন হাজিরা।
এছাড়া প্রকল্পটির ব্যবস্থাপনায় বলা হয়েছে, কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি স্টেশন ও মদিনার মধ্যে যাত্রা সর্বোচ্চ গতিতে পৌঁছাবে, যার ফলে জেদ্দা ও মদিনার কিং আব্দুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মক্কা-মদিনার মধ্যে দেড় ঘণ্টায় ভ্রমণ সম্ভব হবে।
সেই সঙ্গে সবগুলো স্টেশনে ব্যবসায়িক শ্রেণীর ভ্রমণকারীদের জন্য লাউঞ্জ, গণপরিবহন কেন্দ্র, হেলিকপ্টার প্যাড সাইট, পার্কিং লট, সিভিল ডিফেন্স স্টেশন, মসজিদ এবং ভ্রমণকারীদের প্রয়োজন পূরণের জন্য বাণিজ্যিক শপ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
জানা গেছে, এটি এ অঞ্চলের প্রথম হাই-স্পিড বৈদ্যুতিক ট্রেন। ৪৫০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এ ট্রেন পথ। মক্কা, জেদ্দা, কিং আব্দুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, কিং আবদুল্লাহ শহর এবং মদিনা পর্যন্ত মোট পাঁচটি স্টেশন রয়েছে।
উল্লেখ্য ২০১৮ সালের সেপ্টেম্বরে বাদশাহ সালমান এ রেলপথটি উদ্বোধন করেন। দেশের পবিত্র স্থানগুলিতে হাজিদের ও দর্শনার্থীদের সংখ্যা বাড়ানোর জন্য পরিকল্পনার আওতায় এ প্রকল্পগুলোর কাজ চলছে।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।