সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক রিপোর্ট : ১৮৮৯ সালের পশ্চিম বাংলার মেদিনীপুরের হাবিবপুর গ্রামে এই দিনে জন্মগ্রহণ করেন বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলনের সাহসি কর্মী ক্ষুদিরাম বসু।
১৯০৮ সালের ৩০ এপ্রিল বোমা হামলার পরদিন ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১১ আগস্ট এই তরুণ বিপ্লবী মৃত্যুদণ্ড কার্যকর করে ব্রিটিশ সরকার।
ক্ষুদিরাম বসু ফাঁসির আগে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন। সেদিন তার বয়স হয়েছিল মাত্র ১৮ বছর, ৭ মাস ১১ দিন।
ক্ষুদিরাম বসুর এমন মৃত্যু ব্রিটিশবিরোধী আন্দোলনে দেয় নতুন মাত্রা। তাকে নিয়ে লেখা হয় অনেক কবিতা, গান, নির্মিত হয় চলচ্চিত্র।