সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দরাবাদের পশু চিকিৎসকের ধর্ষণ ও খুন নিয়ে সোমবার উত্তপ্ত হয়ে উঠল সংসদের উভয় কক্ষই। এরকম পরিস্থিতিতে লোকসভার স্পিকার ওম বিড়লা এই বিষয়টি নিয়ে আলোচনা করার অনুমতি দেন প্রশ্নোত্তর পর্বের পর।
তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যেই ওই ধর্ষণকারীদের পিটিয়ে মেরে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন সমাজবাদী দলের এমপি ও বলিউড তারকা জয়া বচ্চন।
গত সোমবার পার্লামেন্টে জয়া বচ্চন বলেন, এটা কঠিন শোনালেও এ ধরনের লোককে জনসমক্ষে এনে গণপিটুনি দিয়ে মেরে ফেলা উচিত। অন্যান্য রাজনৈতিক দলের কয়েকজন এমপিও এই নৃশংস গণধর্ষণ ও হত্যাকাণ্ডের নিন্দা করেছেন।
এ সময়, নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কী করেছে ও সরকারের পরিকল্পনা কী সে ব্যাপারে প্রশ্ন তোলেন লোকসভা ও রাজ্যসভার এমপিরা।
উল্লেখ্য, হায়দ্রাবাদে ২৬ বছর বয়সী তরুণী পশু চিকিৎসককে চারজন গণধর্ষণের পর তাকে গলা টিপে হত্যা ও পরে তার শরীরে আগুন ধরিয়ে দেয়।
গত বুধবার, শহরের একটি টোল প্লাজার কাছে এই ঘটনার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।