সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভের চতুর্থ দিনেও উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। সোমবার রাজ্যের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনতা।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, এ ঘটনায় একাধিক ট্রেনের যাত্রা বাতিল বা সময় পেছানো হয়েছে। রেলওয়ের এক মুখপাত্র জানান, শিয়ালদহ-ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ-নামখানা রেলপথ অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। তাদের সরাতে চেষ্টা করা হচ্ছে।
মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর চব্বিশ পরগনাসহ দক্ষিণ চব্বিশ পরগনার অনেক অঞ্চলে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা।
এর আগে রবিবার রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভকারী শিক্ষার্থী ও জনগণের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা পাথর ছোড়ে। সহিংসতায় কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ সদস্য আহত হন।
প্রসঙ্গত, নতুন পাস হওয়া আইনে ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ আইনটিকে ‘বৈষম্যমূলক’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।
ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদের উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজধানী দিল্লিতেও। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রোববার বিকেলে দক্ষিণ দিল্লিতে সামিল হয় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শত শত সমর্থক রাস্তায় নেমে প্রতিবাদ করতে থাকেন। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। মুহূর্তে শান্ত পরিবেশ হিংসাত্মক চেহারায় হাজির হয়।
আন্দোলনের সময় পুলিশের সঙ্গে বেশ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের হামলার পরেই গাড়িতে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পোড়ানো হয় বাস। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। আন্দোলনকারীদের পিছু হটাতে টিয়ার গ্যাস ছুঁড়তে থাকে পুলিশ। এতে আরো উত্তেজিত হয়ে রাস্তার ধারের গাড়িতে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে ওই এলাকায় যানচলাচল বন্ধ করে দেয় দিল্লি ট্রাফিক পুলিশ। দিল্লির ওখরা আন্ডারপাস থেকে সরিতা বিহার রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
আরো পড়ুন:
বহুল আলোচিত ‘মুসলিম বিরোধী নাগরিকত্ব বিল পাস’ উত্তাল ভারত
ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকদের
‘ভারত বাঁচাও’ সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেসের সোনিয়া গান্ধি
ভারতের আসামে বাংলাদেশের কূটনীতিকের গাড়িবহরে হামলা
ভারতের নাগরিকত্ব আইন ‘CAB’ মুসলিমবিরোধী: জাতিসংঘ
অন্যদিকে দিল্লি মথুরা রোড অবরোধ করেছে আন্দোলকারীরা। বদরপুর এবং আশ্রম চকের দিকে যাওয়ার গাড়ি ঘুরিয়ে দেয়া হচ্ছে।
গত কয়েকদিন ধরে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে এই আইনের প্রতিবাদে আন্দোলন চলছে। তার জের এবার এসে পড়ল রাজধানী দিল্লিতেও।
গত তিন দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়ারা। তবে, আজ বিক্ষোভ প্রসঙ্গে দিল্লি পুলিশ জানিয়েছে, বিক্ষোভ ব্যাপকতা নিয়ে আন্দাজ ছিলো না তাদের। মনে করা হয়েছিল ২০০ থেকে ৩০০ জন মানুষের জমায়েত হতে পারে।
কিন্ত পুলিশের দাবি, কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। আর এসব বিক্ষোভকারীরা বিভিন্ন গাড়ি ভাঙচুর শুরু করে। আর এ সময় বাধা দিতে গেলে বাধে সংঘর্ষ।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – banglanewsday@gmail.com