শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সির, জার্সি সিটিতে দুই বন্দুকধারীর গুলিতে এক পুলিশসহ ৬ জন নিহত হয়েছে। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার বিকালে ম্যানহ্যাটানের ‘হাডসন বে রিভার’র কাছে এঘটনা ঘটে। স্থানীয় একটি কবরস্থানের কাছে হামলাকারীর গুলিতে ওই পুলিশ সদস্য নিহত হন।
এ ঘটনার পর হামলাকারীরা ট্রাকে করে স্থানীয় একটি বাজারে যায়। প্রায় কয়েক ঘন্টা ধরে পুলিশের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। পরে বাজারের একটি দোকানের সামনে থেকে দুই সন্দেহভাজন হামলাকারী ও তিন পথচারীর মরদেহ উদ্ধার করা হয়।
পরে পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। এছাড়া সব স্কুল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে, প্রাথমিক তদন্ত শেষে এটি সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছে পুলিশ। আগের একটি হত্যাকাণ্ডের তদন্তের জেরে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে (WWW.BDNEWSDAY.COM) আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ pdf file লেখা পাঠানোর ঠিকানা – banglanewsday@gmail.com