শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক রিপোর্ট : রাজধানীতে আইন বাস্তবায়নের প্রথম তিন দিনে ১৩৫টি মামলার তথ্য পাওয়া গেছে। বুধবার রাজধানীর গুলশান, বিজয় স্মরণি, মিরপুর, বাংলামোটর এলাকায় ট্রাফিক আইন মানার বিষয়ে বেশ তৎপর চালকরা।
সড়কে সবচেয়ে বেশি অভিযোগ মোটর সাইকেল চালকদের নিয়ে, সেই মোটর সাইকেল চালকরাও নির্দেশনা মতোই সড়কে আছেন। তবে বরাবরের মতই পথচারীরা উদাসীন।
জানা গেছে আইন লঙ্ঘনের দায়ে গত তিন দিন রাজধানীর চারটি ট্রাফিক জোনে ১৩৫টি মামলা হয়েছে। ডাম্পিং হয়েছে ১০৯টি যানবাহন। আর সাড়ে ১৮লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ঢাকা শহরের ২৩টি জোনের প্রত্যেকটিতে একটি করে টিম এবং টিমের নেতৃত্বে একজন করে এসি ও এডিসি থাকবেন।সকল কিছুর ভিডিও ধারণ করে, কালো ধোঁয়া, হাই’ড্রোলিক হর্ণ এই ধরণের বড় সমস্যাগুলো আমরা দূর করার চেষ্টা করবো।
সড়কের নতুন আইন বাস্তবায়নের পাশপাশি, রাজধানীর ৬৪টি স্থানে ডিজিটাল পার্কিং ব্যবস্থা করা হবে। সব ইন্টার’সেকশনেই অটো সিগনাল বাতি প্রচলনের চেষ্টা করছে ডিএমপি।
শুরুতে চালক এবং পথচারীদের সচেতনতা বাড়ানোর কাজ চলছে, মামলা দেয়ার কার্যক্রম চলছে খুব ধীরে। তবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।
১লা নভেম্বর থেকে সড়ক পরিবহণ আইনটি কার্যকর হলেও ৩০শে নভেম্বর থেকে রাজধানীর সড়কে তা বাস্তবায়ন শুরু হয়। মাঝের সময়টুকু নতুন আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে নানা পদক্ষেপ নেওয়া হয়।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও –banglanewsday@gmail.com