সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক রিপোর্ট : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, আমরা সব কাজ গুছিয়ে নিয়ে এসেছি। আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশের প্রকৃত মুক্তিযোদ্ধা ও রাজাকারদের তালিকা ঘোষণা করা হবে। নিজ মন্ত্রণালয়ে দৈনিক সময়ের আলোকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী এ তথ্য জানান।
মোজাম্মেল হক বলেন, অত্যন্ত স্বচ্ছ ও সঠিক তথ্য যাচাই-বাছাই শেষে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন হচ্ছে এবং অসঙ্গতিপূর্ণদের বাদ দেয়া হয়েছে। কারণ সবাই আমার সামনে বসে তাদের বক্তব্য উপস্থাপন করতে পেরেছেন। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের পুরো প্রক্রিয়ায় ছিলাম আমি। তাই বলতে পারব, ভালো করলেও করেছি, মন্দ করলেও আমি করেছি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, দেশের আনাচে-কানাচে থাকা গণকবর সংরক্ষণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও গণকবর অরক্ষিত আছে কি না প্রশাসনের মাধ্যমে আমরা এলাকায় খবর নিচ্ছি। যেখানেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের গণকবরের সন্ধান মিলবে, সেখানে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গাজীপুরের প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়ে সশস্ত্র প্রতিরোধ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আ ক ম মোজাম্মেল হক। তিনি ১৯ মার্চ গাজীপুর থেকে সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দেন। স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭৬ সাল থেকে তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ১৯৭৩ থেকে ১৯৮৬ পর্যন্ত গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ১৯৮৯ থেকে ২০০৮ পর্যন্ত গাজীপুর পৌরসভার চেয়ারম্যান ও মেয়র পদে দায়িত্ব পালন করেন। পরে ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে জয়ী হন। এ সময় তিনি সরকারের ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।