শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
গত কয়েকদিন ধরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েছে।এদিকে, বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত এক সপ্তাহে মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক হয়েছেন শিশুসহ অন্তত দেড় শতাধিক মানুষ।
ঝিনাইদহের মহেশপুরে সাথে ভারতের রয়েছে ৩২ কিলোমিটার সীমান্ত। এক সপ্তাহে উপজেলার জলুলী, পলিয়ানপুর, খোসালপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৫১ জন শিশু, ৪৭ জন পুরুষ ও ৬১ জন নারীসহ মোট ১৫৯ জনকে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি। ভারতে নাগরিক তালিকা বা এনআরসিতে ঠাই না পেয়ে বাংলাদেশে চলে এসেছে বলে জানায় অনুপ্রবেশকারীরা। আরো অনেকে কাঁটা তারের ওপারে অপেক্ষায় রয়েছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম বলেন, আটকরা বাংলাদেশি,তারা অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতো। তবে, এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কথা বলতে অস্বীকৃতি জানান।
গত ৩১শে আগস্ট ভারতের আসামে জাতীয় নাগরিক তালিকা ‘এনআরসি’ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে বাদ পড়েছে ১৯ লাখের বেশি মানুষ। তালিকা প্রকাশের পর এই বিশালসংখ্যক মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।