সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ইডাহো অঙ্গরাজ্যের আকাশে দু’টি বিমানের মুখোমুখি সংঘর্ষে আট জন প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংঘর্ষের পর দু’টি বিমানই সেখানকার একটি লেকের উপর ভেঙে পড়েছে।
এরইমধ্যে দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। অপর ছয়জনের মৃতদেহ এখনও উদ্ধার না হলেও তারা সবাই প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তল্লাশি তৎপরতা চললেও স্থানীয় প্রশাসনের আশঙ্কা, দুই বিমানের কেউই বেঁচে নেই। কারণ এ ধরণের সংঘর্ষের পর কারো বেঁচে থাকার কথা নয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মাটি থেকে তখন প্রায় ৮০০ ফুট উপরে বেশ গতিতেই উড়ছিল দুটি বিমান। শেষ মুহূর্তে বিমান চালকরা চেষ্টা করলেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বিমানের কেবিনের ভেতরে ঢুকে গিয়েছিল আরেকটির ডানা। ধাক্কা খেয়ে বিমান দুটি সোজা লেকের পানিতে ডুবে যায়। বিমান দুটির ভেঙে যাওয়া বিভিন্ন অংশ লেকের পানিতে ভাসতে দেখা গেছে।
সংঘর্ষের প্রকৃত কারণ খুঁজে বের করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।