সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
ভিডিও কনফারেন্স ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিচার কাজ পরিচালনার বিধান রেখে গেজেট প্রকাশ।
করোনা পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্স ও আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার কাজ পরিচালনার বিধান রেখে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ প্রকাশ করেছে সরকার।
শনিবার অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। শনিবার, রাষ্ট্রপতির অনুমোদনের পর আইন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে।
এর আগে, মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দেয়ার সময় পক্ষগণের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার উদ্দেশে আদালতকে তথ্য-প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা দিয়ে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
তবে, ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর জন্য হাইকোর্টের রুলস সংশোধনীর প্রয়োজন রয়েছে। সেজন্য এরইমধ্যে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
গত ৬ই মে এ অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।