সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
গণস্বাস্থ্য কেন্দ্র করোনা শনাক্তে তাদের উদ্ভাবিত কিট যথাযথ নিয়ম মেনেই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে যাচ্ছে বলে জানিয়েছেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।
শনিবার গণস্বাস্থ্য আয়োজিত কিট হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেয়নি কোনও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। সরকারের পক্ষ থেকে অভিযোগ ছিল, গণস্বাস্থ্য কেন্দ্র নির্দিষ্ট প্রটোকল মেনে এই কিট তৈরি করেননি। ফলে ভবিষ্যতের জটিলতা এড়াতে এই কিট তারা নিতে পারবেন না।
ব্যবসায়ীদের স্বার্থে ঔষুধ প্রশাসন টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। রবিবার (২৬শে এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তের কিট আসুক বা না আসুক গণস্বাস্থ্য কেন্দ্র ঘুষ দিয়ে কাজ করাবে না।’ গত ৪৮ বছরে গণস্বাস্থ্য কেন্দ্র কাউকে ঘুষ দেয়নি বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী।
গণস্বাস্থ্য কেন্দ্রের করোনাভাইরাস শনাক্তের কিট পরীক্ষা নিয়ে দীর্ঘসূত্রতা না করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতি আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ আরও জানান, করোনা শনাক্তের কিট নিয়ে তারা ঔষধ প্রশাসনকে বোঝাতে ব্যর্থ হয়েছেন। কিট নিয়ে কোনো রাজনীতি নয়, জনস্বার্থই তাদের কাছে মুখ্য বিষয়। তাদের দাবি, সব প্রটোকল মেনে তৈরি করা করোনা শনাক্তের এ কিট অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
গতকাল শনিবার গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত কিট হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেয়নি কোনও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। রবিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধিরা। মহাপরিচালকের সঙ্গে বৈঠক শেষে রবিবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এদিকে, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, গণস্বাস্থ্য কেন্দ্র বাস্তবতা মেনেই এখন প্রটোকল অনুযায়ী আবেদনের কথা জানিয়েছে।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।