সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : করোনাভাইরাসের কারণে মন্দা মোকাবিলায় ৯২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) সকাল ১০টায়, গণভবনে ঢাকা বিভাগের ৯টি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের মানুষকে মন্দা থেকে রক্ষার জন্য আগাম কর্মসূচি নিয়েছে সরকার। মন্দা মোকাবিলায় ৯২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। আরও ৫০ লাখ মানুষ পাবে রেশন কার্ড।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব আজ এক জায়গায় চলে এসেছে। সারা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের মানুষকে মন্দা থেকে রক্ষার জন্য আগাম কর্মসূচি নিয়েছে সরকার। প্রত্যেককে নিজ নিজ সুরক্ষার ব্যবস্থা নিতে হবে। ফসল উৎপাদনের দিকে বিশেষ জোর দিতে হবে।
ত্রাণের চাল চুরির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা চাল চুরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এই সাহায্যে কেউ থাবা দিলে সরকার তাদের ছেড়ে দিবে না। সরকারের সাহায্য যেন ঠিক লোকের কাছে পৌঁছায় সে বিষয়ে নির্দেশ দেন তিনি।
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সামাজিকভাবে হেয় করার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এতটা অমানবিক হলো কি করে? সারাদেশে করোনায় আক্রান্তের পরীক্ষা বাড়ানো হয়েছে, শনাক্তদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসকদের পিপিই দেয়া হচ্ছে।
এছাড়া, দূরত্ব বজায় রেখে হাট বাজার করার পাশাপাশ যারা ঘরে বসে আছেন তাদের বাগান করার কথা জানান তিনি। এসময় সকলকে বেশি বেশি গরম পানি খাওয়ার কথা বলেন তিনি। আর, যাদের করোনা আক্রান্ত রয়েছে তারা অন্য কোথাও না যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।