শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে অচল পুরো বিশ্ব। মহামারি করোনায় আমেরিকাও কার্যত অসহায় হয়ে পড়েছে। দেশটির শিকাগো শহরের বিমানবন্দর সড়কে বিশ্বনবির উপদেশ সম্বলিত বিশাল এক বিলবোর্ড স্থাপন করেছে গেইনপিচডটকম (gainpeach.com)।
মহামারি কোভিড-১৯ মোকাবেলায় ইসলামে দিকনির্দেশনা তুলে ধরতে শিকাগোতে এ বিলবোর্ড স্থাপন করা হয়েছে। আমেরিকার শিকাগোতে মহামারি করোনায় ক্ষতিগ্রস্তদের সেবা ও যত্ন নেয়ার দিক থেকেও প্রথম সারিতে গেইনপিচ। ইসলামের দিকনির্দেশনা মেনেও যে করোনামুক্ত থাকা যায় তা তারা বিলবোর্ডের মাধ্যমে তুলে ধরেছে।
শিকাগোর একটি বিশাল বিলবোর্ডে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ৩টি উপদেশ তুলে ধরা হয়েছে-
>> WASH HANDS FREQUENTLY : ঘন ঘন হাত ধুয়ে নিন।
>> DON’T LEAVE INFECTED AREA : মহামারি (করোনা) আক্রান্ত অঞ্চল ত্যাগ করবে না।
>> DON’T VISIT INFECTED AREA : মহামারি (করোনা) আক্রান্ত অঞ্চলে যাবে না।
গেইনপিচ শিকাগো শহরে বিলবোর্ডের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্বনবির এ তিন উপদেশ তুলে ধরেছে, যা পালন করলে করোনার প্রভাব বাড়ার পাশাপাশি করোনার বিস্তারও রোধ হবে।
ইসলাম সম্পর্কে আরো অনেক তথ্য পেতে গেইনপিচ এ বিলবোর্ডে দর্শকদের তাদের হটলাইন: 800-662-ISLAM -এ যোগাযোগ কিংবা তাদের সাইট : www.GainPeace.com ভিজিটের আহ্বান জানিয়েছে।
সচেতনতা তৈরির লক্ষ্যে গেইনপিচ বিশ্বব্যাপী সবার সমর্থন ও সহযোগিতা চেয়েছে। যে কোনো প্রয়োজনে কিংবা সহযোগিতায় তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন www.GainPeace.com/donate অথবা quickpay@gainpeace.com।
সর্বোপরি কথা হলো-
বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের ওপর যথাযথ আমলই পারে মহামারি করোনা থেকে মুক্তি দিতে। মহামারি করোনারোধে হাদিসের অনুসরণের বিকল্প নেই।
বিশ্বব্যাপী চলমান লকডাউন, হোমকোয়ারেন্টাইন, আইসোলেশন এ সবই হাদিসের নির্দেশনা। এখন শুধু প্রয়োজন এর যথাযথ বাস্তবায়ন। তবেই সম্ভব করোনামুক্ত বিশ্ব। আল্লাহ তাআলা মানুষকে হাদিসের এ নির্দেশনাগুলো মেনে চলার তাওফিক দান করুন। আমিন।সূত্র জাগো নিউজ।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।