শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্ক এখন ফিলিপাইনেও। এনিয়ে দেশটির শত শত বর কনে এক বিয়ের অনুষ্ঠানে নীল রঙয়ের সার্জিক্যাল মাস্ক পরে একে অপরকে চুম্বন করলেন।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফিলিপাইনেই বিভিন্ন শহরে নানা সতর্কতা জারি করা হয়েছে। তেমনি দেশটির বাকোলোড নামে একটি শহর। সেখানে এক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন ২২০ যুগল।
তাদের সবাইকে মাস্ক পরতে নির্দেশ দেয়া হয়। এছাড়া ওই যুগলদের একটি ফরম পূরণ করতে বলা হয়েছে যে, তারা গত ১৪ দিন কোথায় ভ্রমণ করেছেন।
তবে ওই বর কনেরা একে অপরের ভালবাসা প্রকাশ করতে মাস্ক পরেই চুম্বন করেছেন। বিয়ের ওই অনুষ্ঠানে আসা জন পল (৩৯) বলেন, মাস্ক পরে চুম্বন করার অনুভূতি আলাদা, কেননা মাস্ক পরতে হবে এমন নির্দেশনা ছিল।
জানা যায়, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন ছিল।
এখন পর্যন্ত ফিলিপাইনে তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া এতে মৃত্যু হয়েছে একজনের।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।