সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬১৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ৭৯ হাজারেরও বেশি মানুষ।
চীনের পর ভাইরাসটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে।
চীনের সরকারি হিসাব অনুযায়ী, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৫৯২ জন। আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ১৫০ জন।
আজ সোমবার সাউথ চায়না মর্নিং পোস্ট ও সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৫০ জন। এদের মধ্যে ১৪৯ জনই হুবেই প্রদেশের। নতুন আক্রান্ত হয়েছেন ৪০৯ জন।
কমিশন আরও জানিয়েছে, সুস্থ হয়ে যাওয়ায় গতকাল হাসপাতাল থেকে ১ হাজার ৮৪৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৩৪ জনে দাঁড়িয়েছে।
সংক্রমণ বাড়ছে দক্ষিণ কোরিয়া ও ইতালিতে
চীন থেকে শুরু হওয়া করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ কোরিয়া ও ইতালিতে। দক্ষিণ কোরিয়ায় ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন সাত জন। আক্রান্ত হয়েছেন ৭৬৩ জন।
সপ্তাহের ব্যবধানে ইতালিতে আক্রান্তের সংখ্যা তিন জন থেকে বেড়ে ১৫২ জনে দাঁড়িয়েছে। প্রাণ হারিয়েছেন তিন জন।
আক্রান্ত বাড়ছে ইরানেও
রাজধানী তেহরানসহ আরও কয়েকটি শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ইরানজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৪৩। মারা গেছেন আট জন।
এ ছাড়া, মধ্যপ্রাচ্যের দেশ লেবানন ও ইসরাইলেও একজন করে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
উত্তর কোরিয়ায় বিদেশিরা কোয়ারেন্টাইনে
চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় উত্তর কোরিয়ায় ৩৮০ জন বিদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এর আগে, উত্তর কোরিয়ায় প্রায় ৩০ দিন ধরে ২০০ বিদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার সময় আরও বাড়ানো হয়েছে।
উত্তর কোরিয়ায় এখনও করোনাভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত করা হয়নি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।সূত্র The Daily Star.
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।