শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি মেজর জেনারেল কাসেম সোলেইমানির দাফনে পদদলিত হয়ে নিহত হয়েছেন অন্তত ৫০ জন। তবে, নিহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করে জানা যায়নি। এসময়, আহত হয়েছেন অন্তত দুই শতাধিক।
এর আগে কাসেম সোলেইমানির মরদেহ দাফনের জন্য তার নিজ শহর কেরমানে নেয়া হয়। সোলেইমানিকে শেষবারের মত শ্রদ্ধা জানাতে কেরমানের সড়কগুলোতে লাখো মানুষের ঢল নামে। এছাড়া তেহরান, কুয়াম, মাশহাদ ও আহভাজ শহরেও মানুষের ঢল নেমেছে। এসময়, মানুষের অধিক চাপে এ দুর্ঘটনা ঘটে।
রাস্তায় অসংখ্য মানুষের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আর, আহত মানুষদের চিৎকার ও আহাজারি শোনা যেতে থাকে। অসংখ্য মানুষ আহতদের উদ্ধারে সাহায্য করছেন।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, শোকার্ত লোকজন অবসন্ন হয়ে ফ্লোরে পড়ে আছেন। অন্যরা তাদের বুকে ঘষামাজা করছেন। মাটিতে পড়ে থাকা কারো কারো মুখ জ্যাকেট ও কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দেখা গেছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে এমন তথ্য জানা গেছে।
এর আগে গত সোমবার সকালে ইরানের রাজধানী তেহরানের তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে নিহত কমান্ডারদের জানাযার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী। এরপর বিকালে, জেনারেল সোলাইমানিসহ বাকি কমান্ডারদের মরদেহ তেহরানের দক্ষিণে অবস্থিত কোম নগরীতে নেয়া হয়। সেখানকার জানাযায়ও লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। মঙ্গলবার, ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে জেনারেল সোলাইমানির জন্মস্থানে তার শেষ জানাযা অনুষ্ঠিত হওয়ার পর তার মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহত হন।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।
আজ দুই মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ