শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : আমেরিকায় বিএনপির নেতা কর্মীরা আছেন। তবে দীর্ঘ আট বছর থেকে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির নেই কোনো কমিটি।। কমিটি না থাকায় দলীয় নানা কর্মসূচি তাদের আলাদাভাবে পালন করতে দেখা যায়।
এদিকে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতা-কর্মীরা হামলা–মামলা, গুম, খুন, হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দেশের রাজনীতির রাজপথে আগের তুলনায় অনেকটাই নিষ্প্রভ ও নিষ্ক্রিয় বিএনপির নেতা–কর্মীরা। ফলে মাঠ পর্যায়ের নেতা–কর্মীরা কর্মকাণ্ডে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে।
কিন্তু দেশের মতো আমেরিকায় সরকারি দল ও পুলিশের চড়াও হওয়ার ভয় না থাকলেও আট বছর ধরে কমিটি না থাকায় যুক্তরাষ্ট্র শাখা বিএনপির রাজনীতি স্থবির হয়ে গেছে।
উল্লেখ্য, সর্বশেষ আবদুল লতিফ (সম্রাট) ও জিল্লুর রহমানের নেতৃত্বাধীন কমিটি কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙে দেওয়ার পর আর নতুন কমিটি গঠন করা হয়নি। দলের যুক্তরাষ্ট্র শাখার কমিটি গঠনের দাবির পাশাপাশি দলের সর্বস্তরের নেতা-কর্মীরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
সদ্যপ্রয়াত সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা জীবিত অবস্থায় যুক্তরাষ্ট্র শাখা বিএনপির কমিটি গঠনের ব্যাপারে নিষ্ক্রিয় ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় বিএনপির আরও একাধিক নেতাও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র সফরকালে বলে গেছেন, এ ব্যাপারে দলীয় চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি তদারকি করেন।
তবে দলীয় নেতা-কর্মীরা মনে করেন, যুক্তরাষ্ট্র বিএনপিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কমিটি গঠন জরুরী হয়ে পড়েছে। তাঁরা চান, দ্রুত যুক্তরাষ্ট্র শাখা বিএনপির কমিটি ঘোষণা করুন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।