শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
বাংলা নিউজডে স্পোর্ট সডেস্ক:এসএ গেমস এর নারী টি টোয়েন্টিতে মালদ্বীপের বিপক্ষে রেকর্ড ২৪৯ রানে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালদ্বীপ দেশটি মাত্র ছয় রানে অলআউট হয়েছে, যা ক্রিকেট বিশ্বের এক বিরল ঘটনা।
বাংলাদেশ টি টোয়েন্টি ফরম্যাটে নিজেদের সর্বোচ্চ স্কোর ২৫৫ রান তোলে, নিগার সুলতানা ও ফারজানা হকের জোড়া সেঞ্চুরিতে। তিন ম্যাচের সবগুলোতে জিতে টেবিল টপার হিসেবে ফাইনালে কোয়ালিফাই করেছে সালমার দল।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১৯ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার শামিমা সুলতানা ও সানজিদা ইসলাম। তৃতীয় উইকেটে নিগার সুলতানা ও ফারজানা হক, দুজনে গড়েন অবিচ্ছিন্ন ২৩৬ রানের জুটি।
দ্বীপ দেশটির বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে টি টোয়েন্টি ফরম্যাটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন দুজনেই। ৬৫ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন নিগার সুলাতানা। ৫৩ বলে ১১০ করেন ফারজানা হক।
জবাবে রিতু মনির তিন উইকেট এবং সালমা দুই উইকেট নিলে মাত্র ৬ রানে অলআউট হয় মালদ্বীপ।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে (WWW.BDNEWSDAY.COM) আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।