সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে এই ভোট ২০২২ সালে হওয়ার কথা থাকলেও মূলত ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, তার প্রেক্ষাপটেই আবারও ভোট হচ্ছে।
ব্রেক্সিট ইস্যুতে পাঁচ বছরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হয় ভোটগ্রহণ। চলছে ভোট গণনা।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে।এখন পর্যন্ত ২২৭ টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে।এতে বরিস জনসনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি পেয়েছে ১০৭ টি আসন।
অন্যদিকে, জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি পেয়েছে ৮৯ টি আসন।তবে কনসারভেটিভ পার্টির প্রাপ্ত ভোট ৪০.৯ শতাংশ এবং লেবার পার্টির প্রাপ্ত ভোট ৩৫.৯ শতাংশ।এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ১৭ টি আসন।
এদিকে বুথ ফেরত জরিপের ফলে দেখা গেছে, জনসনের কনজারভেটিভ দল ৩৬৮ আসন পেতে চলেছে। ২০১৭ সালের চেয়ে যা ৫০ আসন বেশি। অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদল জেরেমি করবিনের লেবার পার্টি মাত্র ১৯১ আসন পেতে পারে। লিবারেল ডেমোক্র্যাটস পেতে পারে ১৩ টি এবং স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি এসএনপি পেতে পারে ৫৫ টি আসন, ব্রেক্সিট পার্টি একটি আসনও পাচ্ছে না।
সরকার গঠন করতে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে ৩২৬টি আসনে জয় পেতে হয়। কয়েকটি বেসরকারি সংস্থার জরিপে এবারের নির্বাচনে এগিয়ে আছে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী বরিস জনসন এবং লেবার পার্টির প্রধান জেরেমি করবিনের মধ্যে। এই নির্বাচনে ব্রেক্সিট ইস্যুর পাশাপাশি দেশটির পার্লামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ আসনগুলোতে লড়ছেন টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা আশা হক ছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত সাত প্রার্থী।
আরো পড়ুন: যুক্তরাজ্যের নির্বাচনে এবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক ‘বাংলা’ লন্ডনের দ্বিতীয় সরকারি ভাষা!
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে (WWW.BDNEWSDAY.COM) আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ pdf file লেখা পাঠানোর ঠিকানা – banglanewsday@gmail.com