শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : ভারত তালিকা দিলে, আইন মেনে অবৈধদের ফেরত আনা হবে, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বেইজিং ঘোষণার ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভারত সরকারকে জিজ্ঞাসা করেছি, অবৈধ বাংলাদেশি ভারতে আছেন কি না ? তারা নাকি আসছেন ? তারা (ভারত) বলেছে, তারা কাউকে পুশ করছে না।
আমরা জানিয়েছি, আমাদের যদি কোনও নাগরিক ভারতে অবৈধভাবে থেকে থাকে, আপনারা আমাদের জানাবেন, আমরা যাচাই-বাছাই করে বাংলাদেশি হলে অবশ্যই গ্রহণ করবো।
এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) নিয়ে ভারতের অস্থিরতার প্রভাব বাংলাদেশ পড়বে বলেও হুশিয়ারি দেন এ কে আব্দুল মোমেন।
ভিডিও সূত্র : CHANNEL 24 YOUTUBE
সংশোধিত নাগরিকত্ব আইন(CAB)! মূর্খের স্বর্গে আছেন: সৌরভ কন্যা সানা
আজও উত্তাল পশ্চিমবঙ্গ, রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি
ভারতের আসামে বাংলাদেশের কূটনীতিকের গাড়িবহরে হামলা
ভারতের নাগরিকত্ব আইন ‘CAB’ মুসলিমবিরোধী: জাতিসংঘ
বহুল আলোচিত ‘মুসলিম বিরোধী নাগরিকত্ব বিল পাস’ উত্তাল ভারত
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – banglanewsday@gmail.com