সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : পুরো ভারত নাড়িয়ে দেয়া হায়দরাবাদে এক পশুচিকিৎসক যুবতীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত চার নরপিশাচকে ‘ক্রসফায়ার’ দিয়েছে পুলিশ।শুক্রবার খুব ভোরে মাহবুবনগর জেলার ছাতানপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকাসহ একাধিক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।
পুলিশ দাবি করেছে অভিযুক্তদের নিয়ে ধর্ষণ ও পুড়িয়ে দেয়ার ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয় তারা। ওই পশুচিকিৎসককে যে স্থানে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছিল তা থেকে দু’চার মিটার দূরে ঘটে এ ঘটনা।
প্রসঙ্গত, ২৮ নভেম্বর রাতে ধর্ষণের শিকার হন হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডি। তিনি একটি টুল-বুথের কাছে স্কুটার রেখে গিয়েছিলেন।
অভিযুক্তরা ইচ্ছাকৃত তার স্কুটারের টায়ার পাংচার করে দিয়ে ও তার ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। প্রিয়াঙ্কা ফিরে এসে স্কুটারের এমন অবস্থা দেখার পর ওই চারজন তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। এরপরেই এই নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটে।
প্রথমে চারজনে মিলে প্রিয়াঙ্কাকে ধর্ষণ করে, পরে ঘটনার আলামত নষ্ট করতে তাকে জীবন্ত পুড়িয়ে দেয় তারা। অভিযুক্তরা ছিল পেশায় ট্রাক ড্রাইভার ও হেলপার।
উল্লেখ্য, ওই পশু চিকিৎসক যুবতী রাষ্ট্র পরিচালিত একটি পশু হাসপাতালের সহকারী চিকিৎসক ছিলেন।
তিনি নিখোঁজ হওয়ার একদিন পরে ২৮ নভেম্বর সকালে শাদনগরে একটি কালাভার্টের নিচে উদ্ধার করা হয় তার পুড়ে কয়লা হয়ে যাওয়া দেহ। এ ঘটনায় ধর্ষণ ও হত্যার অভিযোগে পুলিশ ওই চার নরপিশাচকে গ্রেপ্তার করে ২৯ নভেম্বরে।
গত শনি’বার তাদেরকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এই ধর্ষণ ঘটনা নিয়ে ভারতজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমনকি পার্লামেন্টে হয়েছে উত্তপ্ত বিতর্ক। ধর্ষকদের জনতার হাতে তুলে দেয়ার দাবি উঠেছে। বলা হয়েছে, তাদেরকে পিটিয়ে মেরে ফেলা উচিত।
আরো পড়ুন:
ধর্ষণকারীদের পিটিয়ে মেরে ফেলা উচিত: বলিউড তারকা জয়া বচ্চন
গত বুধবার তেলেঙ্গানা সরকার চার নরপিশাচের বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে পাঠাতে নির্দেশ জারি করে। এই দ্রুত বিচার আদালতের বিচার করার কথা বলা হয় মাহাবুবনগর জেলার অতিরিক্ত জেলা ও সেশন জজকে দায়িত্ব পালন করতে।
এই ঘটনা ভারতজুড়ে প্রতিবাদের ঝড় তুলে। ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও শিরোনাম হয়ে উঠে।