শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : ইরানের জাতীয় সংসদ মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন এবং তার সহযোগী বাহিনীকে সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল সোলায়মানিকে হত্যার প্রতিবাদে ইরানের সংসদ এ ঘোষণা দিল।
আজ মঙ্গলবার ইরানের জাতীয় সংসদ জরুরি অধিবেশনে মিলিত হয় এবং ২৩৩ জন সংসদ সদস্যের সবাই অধিবেশনে উপস্থিত ছিলেন। এই অধিবেশনে সর্বসম্মতিক্রমে পেন্টাগন এবং তার সহযোগী বাহিনীগুলো সন্ত্রাসী হিসেবে প্রস্তাব পাস করা হয়।
সেই সঙ্গে ইরানের জাতীয় সংসদে পাস হওয়া প্রস্তাবে পেন্টাগন, তাদের সহযোগী বাহিনী, এর সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত স্থাপনা এবং যিনি বা যারা জেনারেল সোলায়মানিকে হত্যার নির্দেশ দিয়েছেন তাদের সবাইকেই সন্ত্রাসী বলে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া আইআরজিসি’র কুদস ব্রিগেডকে আরো শক্তিশালীভাবে গড়ে তোলার জন্য ২০ কোটি ইউরো বরাদ্দ দিতে ইরান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।