সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : বৃহস্পতিবার নিউইয়র্ক নগরীর স্বাস্থ্য বিভাগ আগের ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে কোনো মৃত্যু হয়নি বলে জানিয়েছে। মার্চ মাসের ১১ তারিখের পর এই প্রথম বিশ্বের অন্যতম প্রধান এ শহরটি একদিন করোনা ভাইরাসে মৃত্যুহীন কাটাল।
তবে সেখানকার স্বাস্থ্যবিভাগ বলছে, এটি প্রাথমিক তথ্য। চূড়ান্তভাবে করোনায় কেউ মারা যাননি ওই চব্বিশ ঘণ্টায় সেটা তারা উল্লেখ করেনি।
যুক্তরাষ্ট্রে শুধু নিউইয়র্ক নগরীতেই ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের সংক্রমণে। করোনাভাইরাসে বিপন্ন অবস্থা থেকে নিউইয়র্ক ধাপে ধাপে খুলে দেওয়া হচ্ছে ৮ জুন থেকে।
তবে গত এক সপ্তাহ থেকে দেশটিতে পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। ছড়িয়ে পড়া ব্যাপক বিক্ষোভের কারণে করোনা ভাইরাসের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে।
বিক্ষোভে যোগ দেওয়া লোকজনের অধিকাংশই মাস্ক পরে থাকলেও এবং শারীরিক দূরত্ব যতটা সম্ভব মানা হলেও এ বিক্ষোভ সমাবেশগুলোর প্রভাব বুঝতে দু সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে মনে করছেন স্বাস্থ্যকর্মীরা।খবর: সিএনবিসি।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।