শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে কমপক্ষে ৫ জনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অর্থোডক্স জিউস পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলের (ওজপ্যাক) তরফ থেকে জানানো হয়েছে, নিউইয়র্ক শহরের উত্তরাঞ্চলীয় মনসে শহরের একটি বাড়িতে ওই হামলার ঘটনা ঘটেছে।
এর আগে হামলার পর পরই সেখান থেকে পালিয়ে যায় হামলাকারী। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে হামলার সময় ওই বাড়িটিতে অনেক মানুষ ছিল।
উল্লেখ্য, ওজপ্যাকের এক টুইট বার্তায় জানানো হয়েছে, একজনকে কমপক্ষে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে ওই হামলা চালানো হয়।
এছাড়া এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে গাড়িতে করে পালিয়ে গেছে হামলাকারী। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী সে সময় গাড়ির নম্বর প্লেট টুকে রেখেছিলেন। এরপরেই পুলিশ ওই সন্দেহভাজনকে আটক করে।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।