শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কের টাইমস স্কোয়ারের পোর্ট অথরিটি বাস ও সাবওয়ে স্টেশন উড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান আকায়েদ উল্যাহ’র আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৭ ডিসেম্বর।
এই মামলার শুনানী ইতিমধ্যেই শেষ হয়েছে। ২৮ বছর বয়সী আকায়েদ উল্যাহ ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকাল ৭টা ২০ মিনিটে নিজের হাতে তৈরি পাইপ বোমার মাধ্যমে পোর্ট অথরিটি টার্মিনালে হামলা চালায়। এই ঘটনায় সে নিজে আহত হলেও অন্য কেউ আহত হয়নি।
তবে এই ঘটনার সময় পোর্ট অথরিরটি টার্মিনালে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনার সময় আইন- শৃঙ্খলা বাহিনী আকায়েদ উল্যাহকে গ্রেফতার করে। আকায়েদ উল্যাহর বিরুদ্ধে দায়েরকৃত সব অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদন্ড হতে পারে। আর সন্ত্রাসী গোষ্ঠির সাথে সম্পৃক্ততা প্রমাণে ব্যর্থ হলে তার ১০ বছর জেল হতে পারে।
এদিকে আকায়েদ উল্যাহর কারণে তার মা, ভাই এবং বোনকে ইমিগ্রেশন জটিলতার অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। একটি সূত্রে জানা গেছে, আকায়েদের মা এবং বোনকে ১২ ডিসেম্বর আইসের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে দেখা করতে হবে। অন্যদিকে তার ভাইকে ২৬ ডিসেম্বর ফেডারেল প্লাজায় হাজিরা দিতে হবে।
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – banglanewsday@gmail.com