সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন, ইসি।
সরস্বতী পূজা জন্য সিটি নির্বাচনের ভোটের দিন বদলের দাবিতে ব্যাপক সমর্থনের প্রেক্ষাপটে আজ শনিবার বিকেলে এক জরুরি বৈঠক শেষে নির্বাচন কমিশন জানায় আগামী ১লা ফেব্রুয়ারি সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
পূজার দিন ভোটের সমালোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী- শিক্ষক ছাড়াও প্রার্থীরাও তারিখ পরিবর্তনের পক্ষে মত দেন। বিষয়টি গড়ায় আদালত পর্যন্তও। বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিও তারিখ পরবির্তনের পক্ষে মত দেয়।
শনিবার বিকালে জরুরি বৈঠকে বসে কমিশন। জানানো হয় দুই সিটির নির্বাচনের নতুন তারিখ। আর বলা হয় হয়- সরস্বতী পূজার বিবেচনায় নিয়ে দুই সিটির নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন দুই সিটির রিটার্নিং কর্মকর্তারাও।
দু’দিন পেছানোয় প্রচারণা বা দুই সিটির অন্য আনুষ্ঠানিকতা কিছু পরিবর্তন আসবে। সেই হিসাবে প্রার্থীরা প্রচারণার জন্য কিছু বেশী সময় পাচ্ছেন। সূত্র ডিবিসি নিউজ ।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।