সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হু’মকি উপেক্ষা করেই রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে তুরস্ক। শুধু তাই নয়, ইতোমধ্যে আঙ্কারা সেটার পরীক্ষাও চালিয়েছে বলে জানায় বেশ কয়েকটি গণমাধ্যম।
রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ পরীক্ষা করছে তুরস্ক যুক্তরাষ্ট্রের হু’মকির পরও। সোম এবং মঙ্গলবার এর পরীক্ষা চালানো হয় বলে কিছু গণমাধ্যমে উঠে এসেছে। রুশ এস-৪০০ মূলত এমন একটি ক্ষেপণা’স্ত্র যেটি আকাশ পথের সব ধরনের হু’মকি মোকাবিলা করতে সক্ষম।
তুরস্ক এ জন্যই নিজেদের আরও সুরক্ষিত করতে শক্তিশালী এই প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। রোববার তুর্কি কর্মকর্তারা জানান, রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করতে এস-১৬-এস যু’দ্ধবিমান ব্যবহার করেছে বিমানবাহিনী। প্রতিরক্ষা ব্যবস্থার রাডার যাচাই করতে এ সময় যু’দ্ধবিমানটি নিচ দিয়ে ওড়ার পাশাপাশি অনেক ওপর দিয়েও ওড়ে যায়।
রুশ ক্ষেপণা’স্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তুরস্ক মুখোমুখি অবস্থানে রয়েছে। মার্কিন প্রশাসন বলছে, রাশিয়ার এই ক্ষেপণা’স্ত্র ব্যবস্থা ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তুরস্ক ন্যাটোভুক্ত সদস্য হওয়ায় তাদের এস-৪০০ কিনতে নিষেধ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু আঙ্কারা তা মানেনি।
বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও – banglanewsday@gmail.com