শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনকে ‘মুসলিমবিরোধী’ বলে অ্যাখ্যা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। খবর ‘রয়টার্স’।
গত শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন মূলগতভাবে বৈষম্যমূলক। কারণ এতে মুসলমানদের বাদ দেওয়া হয়েছে।
এরপর এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ভারতের নতুন নাগরিকত্ব (সংশোধনী) আইন মূলগতভাবে বৈষম্যমূলক হওয়ায় আমরা উদ্বিগ্ন। আমরা ধারণা করছি, নতুন এই আইনটি ভারতের সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করবেন। আশা করি, আইনটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবেন তারা।
আরো পড়ুন:
বহুল আলোচিত ‘মুসলিম বিরোধী নাগরিকত্ব বিল পাস’ উত্তাল ভারত
ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকদের
‘ভারত বাঁচাও’ সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেসের সোনিয়া গান্ধি
ভারতের আসামে বাংলাদেশের কূটনীতিকের গাড়িবহরে হামলা
গত ০৯ ডিসেম্বর (সোমবার) ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর ১১ ডিসেম্বর (বুধবার ) রাজ্যসভায় পাস হয় আইনটি। রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি। আর বিপক্ষে পড়েছে ১০৫টি ভোট।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – banglanewsday@gmail.com