সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বন্ধ হয়ে গেল জনপ্রিয় অ্যাপস ভিত্তিক যাত্রী পরিবহন জুনো সার্ভিস । এখন থেকে আর এই সংস্থাটি এককভাবে তাদের যাত্রী পরিবহন করবে না। গত ১৯ নভেম্বর তারা এই ব্যাপারে তাদের গুডবাই জানানো মেসেজ সবার কাছে প্রেরণ করে। বার্তাতে তারা বলে ‘উই আর সেইং গুডবাই’। তারা ড্রাইভারদের এতদিন সার্ভিস দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
১৯ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে আর কোন গাড়ী চলছে না জুনো অ্যাপে। দ্য ফাইনাল পেমেন্ট তারা দিয়ে দিয়েছে বলে দাবি করেছে ওই বার্তায়। বন্ধ হওয়ার পরও তিনদিন তারা যোগাযোগের জন্য যে অ্যাপস সেই অ্যাপসটি খোলা রাখে তাদের চালকদের জন্য। যাতে করে তারা তাদের কোন সমস্যা কিংবা পাওনা দেনা থাকলে তা জানাতে পারে। সব শেষে আগামী দিনে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে বার্তাটি শেষ করেছে। তবে তারা আগামীতে কখনো তাদের সার্ভিসটি চালু করবে কিনা এই ব্যাপারে কোন কথা বলেনি।
জুনো নিউ ইয়র্ক সিটিতে তার কার্যক্রম বন্ধ করে গেটের সঙ্গে সম্পৃক্ত হয়েছে।২০১৭ সালে গেট জুনো কিনে নেয় ২৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে। অথচ এক সময়ে জুনো গেটের প্রতিযোগী ছিল। এদিকে লিফটের সাথে গেট কৌশলগত অংশীদারিত্বের স্বাক্ষর করেছে। ভক্সওয়াগেন সমর্থিত এবং প্রায় এক বিলিয়ন ডলার মূল্যের রাইড শেয়ারিং সংস্থা গেট তার বৃদ্ধি কৌশলকে একটি বড় অংশে ব্রেক এনে দিচ্ছে। সংস্থাটি ঘোষণা করেছে যে, তারা নিউইয়র্কে, ১৯ নভেম্বর কার্যকরভাবে জুনো ব্র্যান্ডের কার্যক্রম পরিচালনা করছে। আর যারা জুনোর গ্রাহক ছিলেন তাদের কাছে ও চালকদেরকে আহ্বান জানানো হবে গেটের তরফ থেকে সেবা নেওয়ার জন্য। ফোনও করা হবে। সমস্ত জুনো চালককে লিফটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।
গেট এর সিও বলেছে, গেট স্টাজি একটা কোম্পানী বিল্ড করবে। যারা কর্পোরেট ট্রান্সপোর্টেশন করবে। কোম্পানী হবে ওয়ান ট্রিলিয়ন ডলারের। ডিসেম্বরের মধ্যে কোম্পানী লাভজনক হবে। জুনোর যারা ড্রাইভার ছিল তাদের কোন পাওনা থাকলেও সেগুলো প্রদান করা হবে। জুনোর কাস্টমাররা লিফটের গাড়ী অর্ডার করতে পারবে।
গেট এর আর একটা জিনিস অন্যরকম তা হলো তারা উবার ও লিফট থেকে ভিন্ন। তারা একটি স্প্যাসিফিক মার্কেটের উপর ফোকাস করেছে। এই জন্য তাদের খরচও কম। তারা একটির উপর ফোকাস রেখেছে।
গেট বলেছে, লিফ্ট অংশীদারিত্বের অর্থ হল এর কর্পোরেট গ্রাহকরা যখন যুক্তরাষ্ট্রে আসেন, তারা লাইট গাড়ি অর্ডার করতে তাদের গেট অ্যাপগুলি ব্যবহার চালিয়ে যেতে পারেন। গেট যেমন নিউ ইয়র্র্ক সিটি ছাড়িয়ে কখনও প্রসারিত করতে পারেনি, সুতরাং এটি সংস্থাকে সামগ্রিকভাবে আরও বড় পদচিহ্ন প্রদান করবে এবং পাশাপাশি প্রতিযোগিতায় যে মার্জিন তৈরি করতে সক্ষম হবে তা কাটবে।