সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন
বাংলা নিউজডে ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট চালু হতে যাচ্ছে আগামী রোববার ৫ জানুয়ারি । বিজি- ০০৭ নামের ফ্লাইটটি আগামী রোববার ম্যানচেস্টারের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।
আগামী রোববার ৫ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি মোনাজাত ও ফিতা কেটে ফ্লাইট উদ্বোধন করবেন এবং যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিদায় জানাবেন।
গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বাংলা নিউজডেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ বিমান বহরে সদ্য সংযোজিত বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে উদ্বোধন হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা। সপ্তাহে ৩ দিন অর্থাৎ রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে।
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু করার। এটি বিমানের ১৭তম রুট।
উল্লেখ্য, পূর্বে এ রুটে বিমানের ফ্লাইট পরিচালিত হতো। তবে সেপ্টেম্বর ২০১২-এ উড়োজাহাজ স্বল্পতার কারণে অস্থায়ীভাবে এই রুটটি বন্ধ রাখা হয়।
নতুন বোয়িং ৭৮৭-৯ এ সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। এ উড়োজাহাজে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস এবং ২৪৭টি ইকোনমি ক্লাস রয়েছে।
বর্তমান বিমান বহর পূর্বের যেকোনো সময়ের তুলনায় অত্যাধুনিক। বহরে রয়েছে ছয়টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ। প্রতিটি উড়োজাহাজে রয়েছে উন্নত যাত্রীসেবাসহ সকল সুযোগ-সুবিধা।
আশা করা হচ্ছে, যুক্তরাজ্যের বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী এবং ইউরোপগামী বিভিন্ন দেশের ভ্রমণপিপাসু, শিক্ষার্থী ও ব্যবসায়ীগণ বিমান বহরের আধুনিক এ উড়োজাহাজগুলোতে ভ্রমণে আকৃষ্ট হবেন। এছাড়াও প্রতীক্ষিত নিউইয়র্ক ও টরেন্টো রুটের হাব হিসেবে ব্যবহৃত হবে ম্যানচেস্টার।
বিমানের মোবাইল অ্যাপস ব্যবহার করে যাত্রীগণ নিজের মোবাইল থেকেই কিনতে পারবেন বিমানের সকল গন্তব্যের টিকেট। মূল্য পরিশোধ করতে পারবেন বিকাশ/রকেটসহ যেকোনো কার্ডের মাধ্যমে।
আমেরিকা, বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবরের জন্য বাংলা নিউজডের ওয়েবসাইটে আসুন এবং আমাদের Bangla Newsday ফেসবুক পৃষ্ঠাটি সাবস্ক্রাইব করুন।