সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
বাংলা নিউজডে আন্তর্জাতিক ডেস্ক : ইতালির ফ্লোরেন্স শহরে গত শনিবার উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজার হাজার মানুষ। মূলত কট্টরপন্থী লিগ পার্টির বিরুদ্ধে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এএফপি জানিয়েছে, গত শনিবার ফ্লোরেন্স শহরের রাস্তায় দলটির বিরুদ্ধে সমবেত আওয়াজ তোলে ১০ হাজার মানুষ। তবে আয়োজকদের দাবি, বিক্ষোভে অংশগ্রহণকারীর প্রকৃত সংখ্যা ৪০ হাজার। তরুণদের নেতৃত্বাধীন সারডিন মুভমেন্ট-এর ডাকে লোকজন রাজপথে নেমে কট্টরপন্থার বিরুদ্ধে নিজেদের অবস্থানের জানান দেন।
সম্প্রতি ইতালিতে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া উগ্রবাদী মতাদর্শের বিরুদ্ধে একটি প্রতীক হয়ে উঠেছে সারডিন মুভমেন্ট। গত ১৫ দিনে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ১০টি কর্মসূচির আয়োজন করেছে তারা। ২০১৮ সালের ৪ মার্চ অনুষ্ঠিত ইতালির সাধারণ নির্বাচনে বড় জয় পায় ইউরোপীয় ইউনিয়ন-বিরোধী কট্টর ডানপন্থীদের জোট।ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনও দেশের প্রায় অর্ধেক ভোটার নির্বাচনে এ জোটবিরোধীদের পক্ষে রায় দেওয়ার ঘটনা এটাই প্রথম।
তবে জোটের দ্বিতীয় শক্তি লেগা নর্ড বা লিগ পার্টির নেতা উপপ্রধানমন্ত্রী মাত্তো সালভানি-র সঙ্গে মতবিরোধের জেরে ২০১৯ সালের আগস্টে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। পরে তরুণ নেতা দি মায়িও-র দল ফাইভ স্টার মুভমেন্ট ও নিকোলা জিঙ্গারেত্তি-র ডেমোক্র্যাটিক পার্টি জোটবদ্ধ হয়ে নতুন সরকার গঠন করে।
অবশ্য নতুন সরকারেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পান গুইসেপ কন্তে। তবে সরকার থেকে ছিটকে পড়েন লোকরঞ্জনবাদী রাজনীতিক হিসেবে পরিচিত উগ্র ডানপন্থী লিগ পার্টির নেতা মাত্তো সালভানি। শনিবার মাত্তো সালভানির নেতৃত্বাধীন লিগ পার্টির বিরুদ্ধে রাজপথে নেমে আসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী থেকে শুরু করে পরিবারের শিশুদের নিয়েও অনেকে বিক্ষোভে অংশ নেন। সূত্র : এএফপি।